সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (সাভার ) ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

ঢাকার সাভারে এক প্রতিবন্ধী শিশুকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ।

বিজ্ঞাপন

এরআগে বুধবার (৭ জুলাই) রাত ১০টার দিকে সাভারের উলাইল এলাকার ডিপজল মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আবুল হোসেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জয়মন্ডপ ইউনিয়নের ছয়আনি গ্রামের মৃত তেতু মিয়ার ছেলে। তিনি সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় ইউনুছ আলীর বাড়িতে ভাড়া থেকে উলাইলের ডিপজল মার্কেটে মশলার ব্যবসা করতেন।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার দুপুরে ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করে আবুল হোসেন। বিষয়টি প্রকাশ হয়ে গেলে উক্ত বাড়ির ভাড়াটিয়া সুমন ও স্থানীয় মাতব্বর আমানসহ এলাকার কিছু লোক ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ওইদিন রাতেই আবুল হোসেন এবং শিশুর বাবাকে মারধর করে মিমাংসার চেষ্টা করেন। পরে সাংবাদিকদের সহযোগীতায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করলে পুলিশ সাভার পৌর এলাকার উলাইলের ডিপজল মার্কেটে অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল হোসেনকে আটক করে।

ধর্ষণ চেষ্টার ব্যাপারে অভিযুক্ত আবুল হোসেনের স্ত্রী বলেন, আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, তার প্রতিবন্ধী ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করে আবুল হোসেন। এ ঘটনায় স্থানীয় শালিসের নামে দলীয় নেতা আমান আমাকে মারধর করেন। তবে অভিযুক্ত আবুলকেও মারধর করেছেন মাতব্বর আমান। আমার শিশু সন্তানকে ধর্ষণের চেষ্টা করলো আবার আমাকেই মারধর করেছে। পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে প্রধান আসামি আবুলকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

এ ব্যাপারে ভাড়াটিয়া সুমন ও স্থানীয় মাতব্বর আমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, অভিযোগ পাওয়া মাত্র অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আল আমীন বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। একই সাথে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।