বিদেশে পড়া শিক্ষার্থীদের দ্রুত টিকা দিতে অনুরোধ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিদেশগামী শিক্ষার্থীদের দ্রুত করোনার টিকা দিতে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই অনুরোধ করে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আজ তার কার্যালয়ে এ কথা জানান।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের টিকাদানের তারিখ এগিয়ে আনতেও পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ করেছে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বিদেশ যাওয়ার আনুষ্ঠানিকতা শেষ করেছেন এমন শিক্ষার্থীদের জন্য টিকা দেওয়ার ব্যবস্থা করতে আজ স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠিয়েছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ইস্যুতে টিকা দেওয়ার ক্ষেত্রে দুটি বিষয় দেখতে হচ্ছে। চীনের নির্দেশনায় বলা আছে, সিনোফার্মের টিকা নিয়ে সে দেশে যেতে হবে। এ নিয়ে বাংলাদেশের সম্মতি আছে। চীনের টিকাও রয়েছে। আবার যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপসহ পশ্চিমের অনেক দেশেই সিনোফার্মের টিকার অনুমোদন দেয়নি। সেখানে আমাদের সীমাবদ্ধতা আছে। শুধু ফাইজার ও মডার্নার টিকা সেখানে প্রযোজ্য হবে।