নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৫৬ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৬২শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ৯৩৬ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৯ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জে ৫৬ জন, সোনাইমুড়ীতে ৯ জন, চাটখিলে ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২১ জন। মৃত্যুর হার এক দশমিক ২৩ শতাংশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার রাত ৯টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬৬ জন, সুবর্ণচরে ৮ জন, হাতিয়ায় ২ জন, বেগমগঞ্জে ৩৪ জন, চাটখিলে ৩৩ জন, সেনবাগে ৯ জন, কোম্পানীগঞ্জে ৩৫ জন, কবিরহাটে ২৭ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৮ হাজার ৫১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ২৪ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৭২৬ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৭১ জন ও আইসোলেশনে রয়েছেন ৬ জন।