বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ২
বগুড়ার ধুনটে বাড়ির সেপটিক ট্যাংক থেকে দেড় মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর নানী ও এক কবিরাজকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ জুলাই) সন্ধ্যায় ধুনট উপজেলার চান্দারপাড়া গ্রামের আয়াত উল্লাহের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, আয়াত উল্লাহের মেয়ে আদুরি বেগম দেড় মাস আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কন্যা সন্তান প্রসব করেন। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শিশুটি অসুস্থ ছিল। চিকিৎসক শিশুর পরিবারকে জানিয়েছেন শিশুর হৃদপিণ্ডে ফুটো রয়েছে। এছাড়াও বড় হলে শিশুটি প্রতিবন্ধী হতে পারে।
গত শুক্রবার আদুরি বেগম তার সন্তানসহ বাবার বাড়ি চন্দারপাড়া গ্রামে যান। শনিবার সকালে সন্তানকে বিছানায় রেখে আদুরি বেগম বাথরুমে যান। ফিরে এসে দেখেন তার সন্তান নেই। এরপর থেকে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায় রোববার (১৮ জুলাই) বিকালে বাড়ির লোকজনই সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে ধুনট থানার পুলিশ সেখানে যান। এসময় আদুরির ঘর থেকে কিছু তাবিজ উদ্ধার করা হয়। এতে পুলিশের সন্দেহ হলে শিশুটির নানী চম্পা বেগম ও তাবিজ দেয়া কবিরাজ ওয়াসিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বার্তা ২৪.কম কে বলেন, ধারণা করা হচ্ছে শিশুটি অসুস্থ হওয়ায় পরিবারের লোকজনের মধ্যেই কেউ তাকে সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছে। এছাড়াও শিশু নিখোঁজের বিষয়টি থানায় না জানিয়ে নিজেরাই বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেন।