হবিগঞ্জে পশুর চামড়া বিক্রি হয়েছে ৫০-১৫০ টাকায়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌসুমী চামড়ার হাট হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশন। রেল লাইনের উপরেই কুরবানীর ঈদের দিনে এই হাট বসে।

বুধবারও (২১ জুলাই) ঈদের দিন বিকালে এই হাটে বসেছে। খুদে পাইকাররা গ্রাম ঘুরে চামড়া সংগ্রহ করে এই হাটে নিয়ে এসেও সুবিধা করতে পারেনি। তাদেরকে প্রতিপিস চামড়া বিক্রয় করতে হয়েছে ছোট চামড়া ৫০ টাকায়, মাঝারি ১০০ টাকায় এবং বড় চামড়া ১৫০ টাকায়।

বিজ্ঞাপন

শুধু মনতলা রেলওয়ে স্টেশন বাজারেই নয় উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে এবং পৌরসভায় চামড়ার দামে এই অরাজক অবস্থা লক্ষ্য করা গেছে। অনেকেই দরপতনে চামড়া মাটিচাপা দিয়েছেন।

এলাকার একটি মাদ্রাসার অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে জানান মাদ্রাসায় এলাকাবাসীর দান করা প্রায় তিন শতাধিক চামড়া গড়ে ৬০ টাকা দরে পাইকারি বিক্রয় করেছেন।

তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করতে পারলে মাদ্রাসার একটি বড় অঙ্কের ফান্ড সংগ্রহ হতো। কিন্তু দাম না পাওয়ায় তা আর হলো না। এসব হাটে প্রতিটি ছাগলের চামড়া বিক্রয় করা হয়েছে ১৫ থেকে ২০ টাকায়।