ছোট গাড়ির চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছোট গাড়ির চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে

ছোট গাড়ির চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে বাড়তে শুরু করেছে ছোট গাড়ির চাপ। প্রিয়জনদের সাথে ঈদ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে সকাল ১০ টা পর্যন্ত ঘাট এলাকাতে তেমন একটা গাড়ি দেখা যায়নি। বেলা বাড়ার সাথে সাথে ছোট গাড়ির চাপ বাড়ে। 

বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১১ টার দিকে ৫ নং ঘাটে গিয়ে দেখা যায়, নদী পারের জন্য ঘাট এলাকাতে অপেক্ষা করছে প্রায় শতাধিক ছোট গাড়ি। প্রায়  ঘণ্টাখানেক অপেক্ষা করার পর ফেরির দেখা পাচ্ছে তারা। অন্যদিকে বেলা বাড়ার সাথে সাথে ঘাটে বাড়ছে যানবাহন।

বিজ্ঞাপন

ছোট গাড়ির চালক রাজিব দে বার্তা২৪.কমকে বলেন, ২৩ জুলাই থেকে সারা দেশে লকডাউন শুরু হবে। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। এতদিন গ্রামে থাকা সম্ভব না। তাই আজই ঢাকাতে ফিরে যাচ্ছি। গ্রামে এসেছিলাম বাবা-মার সাথে ঈদ করতে। ঈদ শেষ তাই ফিরে যাচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, ২৩ জুলাই থেকে লকডাউন শুরু হবে। তাই ঘাট এলাকাতে আজ যানবাহনের চাপ বাড়বে। তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৬ টি ফেরি চলাচল করছে। আশা করি ঘাটে কোন সমস্যা হবেনা।

বিজ্ঞাপন