যাত্রাবাড়ী থেকে অ্যাম্বুলেন্সে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্সে থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. কামরুল হাসান ও এনামুল হক।
শনিবার (৭ আগস্ট) অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার দুপুরে আমাদের কাছে তথ্য আসে, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ীর উত্তর দনিয়ায় গাঁজা বিক্রির জন্য অ্যাম্বুলেন্সসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সে গাঁজাসহ হাতেনাতে কামরুল ও এনামুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৪ কেজি গাঁজা।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা কিনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।
গ্রেফতারকৃতদের মতিঝিল থানায় দায়ের করা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।