মিঠাপুকুরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রংপুরের মিঠাপুকুরে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার জালালগঞ্জ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার সাবগ্রামের আব্দুল খালেকের ছেলে হাসান আকন্দ (২০) ও একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে আরিফ মিয়া(২৩)।
থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জালালগঞ্জ নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হাসান আকন্দ ও আরিফ মিয়াকে পুলিশ আটক করে। পরে তাদের সাথে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে মাদক পরিবহন করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকালে আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।