আশুলিয়ায় বেতনের দাবিতে কারখানা মালিক অবরুদ্ধ

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (সাভার) ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আশুলিয়ায় বেতনের দাবিতে কারখানা মালিক অবরুদ্ধ

আশুলিয়ায় বেতনের দাবিতে কারখানা মালিক অবরুদ্ধ

বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার মালিককে অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর থেকে তাকে অবরুদ্ধ করে রাখে কারখানার শ্রমিকরা। আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দূর্গাপুর এলাকার বিকে ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় এ শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বুধবার (১১ আগস্ট) সকালে শ্রমিকরা জানায়, ওই কারখানায় প্রায় এক'শ জন শ্রমিক কাজ করেন। গতকাল শ্রমিকদের জুলাই মাসের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন দিতে না পারায় দুপুর থেকে শ্রমিকরা কারখানার মালিক রেজওয়ানুল হককে অবরুদ্ধ করে রাখেন। এখনো তিনি অবরুদ্ধ রয়েছেন। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা মালিককে অবরুদ্ধ করে রাখবেন বলে জানিয়েছেন তারা। 

অপরদিকে আশুলিয়ার গোরাট এলাকায় রেজা ফ্যাশন ও বুড়িরবাজার এলাকায় আফনান ফ্যাশনে জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।