আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪। এর আগে বুধবার (১১ আগস্ট) দুপুর ৩ টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার আসামীরা হলেন- ঢাকা জেলার মো. রুবেল (২৯), মো. নবাব সিরাজউদ্দৌলা (১৮), বাগেরহাট জেলার মো. সুজন (৩৫), বরিশাল জেলার মো. ওহিদুল ইসলাম (৩৪), মো. স্বপন (২৯), শরীয়তপুর জেলার মো. রবিন (২৭) ও পটুয়াখালী জেলার মো. সবুজ গাজী (২৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সাম্প্রতিককালে ঢাকা জেলাসহ নিকটবর্তী এলাকার বিভিন্ন স্থানে যানবাহনে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংক্রান্তে কয়েকটি অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ গোয়েন্দা দল ছায়া তদন্তে নামে। তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়ে আসে যাতে দেখা যায় যে, এসব এলাকার বিভিন্ন পয়েন্টে কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অবস্থান নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা সাধারণ মানুষের নিকট হতে ছিনতাইয়ের মাধ্যমে টাকা-পয়সা, মোবাইল সেট, ল্যাপটপসহ সঙ্গে থাকা দামি মালামাল লুট করে নিচ্ছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গত ১১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আশুলিয়ার নবীনগর এলাকায় কয়েকজন ডাকাতি করার জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল থেকে ৪টি চাকু, ১টি কেঁচি ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে- আসামিরা বেশ কিছুদিন যাবৎ ৮-১০ জনে দলবদ্ধ হয়ে সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের আঁধারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করতো।

এ ঘটনায় গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।