ভূরুঙ্গামারীতে হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জেলার ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে হিরোইন, ফেন্সিডিল ও স্কাফ  সিরাপসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গত শুক্রবার (২০ আগস্ট) রাতে ভুরুঙ্গামারী থানার এসআই আতিক নুরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালান। অভিযান চলাকালীন উপজেলার দেওয়ানের খামার গ্রামের মৃত ইউসুফ আলী ব্যাপারীর পুত্র সামিউল ইসলাম সানি ব্যাপারী (২৫) ও ইউনুছ আলীর পুত্র আরিফুল ইসলাম আপেল (২৫) নামের দুই মাদক কারবারিকে আটক করে। পুলিশ এসময় তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ১.৭ গ্রাম হিরোইন ও ২ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে একই রাতে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তার বাড়ি তল্লাশী চালালে ৩শ' পিচ ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ পাওয়া যায়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন