কামরাঙ্গীরচর থেকে ব্যাটারি চোর চক্রের দুই সদস্য আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান মোবাইল টাওয়ারের ব্যাটারির প্লেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১০। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এসব অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কামরাঙ্গীচর থানাধীন ঝাউলাহাটি এলাকায় অভিযান চালিয়ে মোবাইল টাওয়ারের চুরি হওয়া ১২০টি ব্যাটারি প্লেটসহ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। আটক ব্যক্তির নাম মো. কবির হোসেন। উদ্ধার হওয়া ব্যাটারির প্লেটের বর্তমান বাজার মূল্য ১২ লাখ টাকা।

বিজ্ঞাপন

এছাড়া একই দিন বেলা পৌনে ১টার দিকে একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মোবাইল টাওয়ারের ১০০টি ব্যাটারি প্লেটসহ মো বাবলু শেখকে (৫০) আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যাটারি প্লেটের বর্তমান বাজার দর ১০ লাখ টাকা।

জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে- তারা একটি সংঘবদ্ধ ব্যাটারি চোরাই চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের টাওয়ারে ব্যবহৃত ব্যাটারি চুরি করে কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন অটো রিক্সার গ্যারেজে সরবরাহ করে আসছিল।

বিজ্ঞাপন

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।