ধামরাইয়ে বিকাশের দোকান থেকে সাড়ে ৪ লাখ টাকা চুরি
ঢাকার ধামরাইয়ে একটি বিকাশের দোকান থেকে সাড়ে চার লাখ টাকা নিয়ে পালিয়েছে চোর চক্র। ঘটনাটি ওই দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে এ তথ্য জানান ভুক্তভোগী বিকাশের দোকানদার রফিকুল ইসলাম। এ ঘটনায় তিনি ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এরআগে সোমবার (২৩ আগস্ট) উপজেলার ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ বাজারের নিউ স্টেশনারি এন্ড কম্পিউটারের বিকাশ দোকানে এই চুরির ঘটনা ঘটে।
দোকানে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, বিকাশের দোকানে চারজন লোক দোকানের ভিতরে এসে দাড়িয়ে থাকে এবং দোকানদারের কাছে বিভিন্ন জিনিস পত্র চায়। পরে দোকানদার ফটোকপি করার কাজে ব্যস্ত থাকার সুযোগে ওই চোর চক্রের একজন ক্যাশ থেকে বিকাশ এজেন্টদের দেওয়ার জন্য রাখা ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে ওই চক্রের বাকী তিনজনও চলে যায়।
ভুক্তভোগী দোকান মালিক রফিকুল ইসলাম জানান, আমি শেষ হয়ে গিয়েছি। আমার দোকানের মূলধন চুরি হয়ে গেছে। আমি কিভাবে ব্যবসা করবো। আমার একটাই দাবি সিসিটিভির ফুটেজ দেখে তাদের ধরে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাব উদ্দিন বলেন, আমি ঘটনা জানার পর পুলিশকে খবর দেই। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। সিসিটিভির ফুটেজ দেখে চোরদের ধরার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় সাহা বলেন, চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরদের আটকের প্রক্রিয়া চলছে।