কোম্পানীগঞ্জে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে গুলি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের গুচ্ছ গ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ২-৩ দিন আগে নারী সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে বিরোধ হয় জুলুম বাদশার ভাতিজা ও স্থানীয় জিয়াল মাঝি ছেলে রাসেলের মধ্যে। এই বিরোধকে কেন্দ্র শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চরফকিরা ইউনিয়নের গুচ্ছ গ্রাম বাজারে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে ৫-৮ রাউন্ড গুলি ছোড়ে তোসিল মাঝির ছেলে জালাল উদ্দিন ওরফে বোজলা।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, মুছাপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের আবু সুফিয়ার ওরফে জিয়াল মাঝির ছেলে মো. রাসেলের সাথে একই গ্রামের ছিদ্দিকের ছেলে মো. সোহেল ও মো. আমিরের সাথে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এ ঘটনা কেন্দ্র করে ৪-৫টি ফাঁকা গুলির শব্দ শুনেছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে জালাল উদ্দিন ওরফে বোজলার ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে ফোন ব্যস্ত পাওয়া যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় এলাকাবাসী ৪-৫ ফাঁকা গুলির শব্দ শুনেছেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।