সাভারে প্রবাসীর স্ত্রীকে জবাই করে ও গৃহবধূকে পিটিয়ে হত্যা
পৃথক ঘটনায় ঢাকার সাভারে এক প্রবাসীর স্ত্রীসহ দুই নারী খুন হয়েছেন। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকালে সাভারের দক্ষিণ রাজাশন ও আড়াপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ভোর রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় নিজ বাড়িতে সিঙ্গাপুর প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী রুমা আক্তারকে (৩০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় হত্যাকান্ডে সন্দেহ এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
অপরদিকে সাভারের আড়াপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আনজিলাকে (৩৩) পিটিয়ে হত্যা করে স্বামী সোহাগ মিয়া। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় নিহতের স্বামী সোহাগ মিয়া ও সোহাগ মিয়ার ছোট বোনের জামাতা সুমন মিয়াকে আটক করেছে পুলিশ। একই দিনে দুটি হত্যা কাণ্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এছাড়া সাভারের সবুজবাগ এলাকার একটি বাড়ি থেকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবক ও ধামরাইয়ের চৌহাট ঋষিপাড়া এলাকার একটি বাড়ি থেকে শ্রী মনি দাস নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, কিকারণে দুই নারীকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় সাভার মডেল থানায় তিনটি ও ধামরাই থানায় একটিসহ মোট চারটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।