দুই বছর আট মাসে ১৮ এমপির মৃত্যু

  • নিউজ ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর এ পর্যন্ত দুই বছর আট মাসে ১৮ জন সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। বিরোধীদলীয় নেতার মৃত্যুর ঘটনাও এই সংসদে প্রথম। ২০১৯ সালের ১৪ জুলাই মারা যান সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের মাত্র তিন দিন পর ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আর সর্বশেষ বৃহস্পতিবার তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, গত বছরের ১০ জানুয়ারি সংসদ সদস্য মোজাম্মেল হোসেন (বাগেরহাট-৪), ১৮ জানুয়ারি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান (বগুড়া-১), ২১ জানুয়ারি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক (যশোর-৬), ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (পাবনা-৪), ৬ মে হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫) ও ১০ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮) মারা যান।

চলতি সংসদের প্রথম বছরে ২০১৯ সালের ৯ জুলাই রুশেমা বেগম (সংরক্ষিত আসন), ৭ নভেম্বর বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল (চট্টগ্রাম-৮) এবং ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের মো. ইউনুস আলী সরকার (গাইবান্ধা-৩) মারা যান।

বিজ্ঞাপন

গত ৩০ জুলাই মৃত্যু হয় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের। গত ১৪ এপ্রিল মারা যান কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। গত ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক মারা যান। ১১ মার্চ মারা যান সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

গত বছরের ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যু হয়। করোনার প্রথম ঢেউয়ের মধ্যে চলে যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহম্মদ আবদুল্লাহ।