সাভারে নারী ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা
ঢাকার সাভারে ভাড়া বাসায় ওঠার প্রথম রাতেই অজ্ঞাত এক নারী কাপড় ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার সঙ্গী। ঘটনার পর থেকে সেই পুরুষ সঙ্গী পলাতক রয়েছে।
বুধবার (০৮ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময়ে সাভার পৌরসভার (২নং ওয়ার্ড) কোটবাড়ি মহল্লার জমি ব্যবসায়ী আব্দুল গফুর ওরফে বাবুলের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী একই এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করতেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে অজ্ঞাত দু’জন (নারী ও পুরুষ) বাবুলের বাসায় ভাড়া ওঠেন। এদিন রাতেই ওই কাপড় ব্যবসায়ী নারীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় তার সঙ্গী। পরে সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।