নিজ বাড়িতেই শ্বশুর-শাশুড়িকে কোপালেন জামাই
পারিবারিক কলহের জেরে শ্বশুর-শাশুড়িকে ধারালো ছুরি রক্তাক্ত জখম করে জামাই। রক্তাক্ত ক্ষত-বিক্ষত অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
আহত শ্বশুর আব্দুল মান্নান (৫৮) বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিলেও শাশুড়ি রিক্তা খাতুনকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বুধবার (০৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরতলী জাফরপুর গ্রামে জামাইয়ের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় জামাই আরিফ হোসেনকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আহত আব্দুল মান্নান বলেন, বছর দুয়েক আগে মেয়ে মিম খাতুনকে (২২) পাশের গ্রামের জাফরপুরের জাহিদুলের ছেলে ব্যবসায়ী আরিফ হোসেনের (২৫) সাথে পারিবারিকভাবে বিয়ে দিই। বিয়ের কদিন পর থেকেই মেয়েকে মারধর করতো জামাই আরিফ।
মীমাংসার জন্য বুধবার আমি ও আমার স্ত্রী রিক্তা জামাই আরিফ হোসেনের বাড়ি জাফরপুরে আসি। রাতে মীমাংসার একপর্যায়ে জামাই আরিফ আমাদের ধারালো ছুরি দিয়ে জখম করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. সাজিদ হাসান বলেন, দুজনের শরীরে মোট ১৫/২০টি সেলাই দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) একরাম হুসাইন জানান, আহত দুইজনের মধ্যে আব্দুল মান্নান হাসপাতালে চিকিৎসা নিলেও তার স্ত্রী রিক্তা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জামাই আরিফ হোসেনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।