‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক কাজ, আপনারা বুঝতে পারেন না’
স্বাস্থ্যমন্ত্রণালয়ের কাজে কঠোর সমালোচনার মুখে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক কাজ আপনার বুঝতে পারেন না। একটি চিত্র তুলে ধরে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যদি ভালো ব্যবস্থা না থাকত, তাহলে মানুষের গড় আয় ৭৩ বছর হতো না, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা অবদান।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে একটি বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবের আলোচনার জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, আপনার যে কথাগুলো বলছেন অধিকাংশই প্রাইভেট সেক্টরের। যে দুর্নীতির কথা বলেন সেগুলো অধিকাংশই প্রাইভেট সেক্টরে হয় এবং যেখানেই হয় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। অনেকেই জেলে আছে। আমাদের যেখানেই সমস্যা দেখা দেয় আমরা ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকি।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক কাজ, আপনার বুঝতে পারেন না। যদি ভালো ব্যবস্থা না থাকত তাহলে মানুষের গড় আয় ৭৩ বছর হতো না, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা অবদান। স্বাস্থ্যমন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এমডিজি পেয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন, সাউথ সাউথ পুরস্কার পেয়েছেন, কাজ না করলে এই পুরস্কারগুলো পাওয়া যায় না। কাজেই এটা বাংলাদেশ পেয়েছে।
তিনি বলেন, জনবলের ঘাটতি আছে আমরা মানি। কিন্তু ইতোমধ্যে এই করোনার সময়ও প্রায় ৩০ হাজার লোক নিয়োগ দিয়েছি। এছাড়া ১০ হাজার ডাক্তার নিয়োগ হয়েছে, আরও ৪ হাজার নিয়োগের অনুমোদন হয়ে গেছে, সেটাও আপনারা পেয়ে যাবেন। প্রায় ৮ হাজার নার্স নিয়োগের ব্যবস্থা হচ্ছে। সেটাও পেয়ে যাবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টেকনোলজিস্টের বিষয়ে আমরা জানি ঘাটতি আছে। আমরা ৪ হাজার টেকনোলজিস্ট নেওয়ার ব্যবস্থা করেছিলাম। এনিয়ে কিছু আলোচনা সমলোচনা হয়েছে বলে আমি নিজেই তদন্ত দিয়েছি, সেই বিষয়গুলো দেখা হচ্ছে। দেখে একটা সিদ্ধান্ত হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ৩-৪ হাজার টেকনোলজিস্ট দিয়ে কাজ হবে না আমরা ১০-১২ হাজার টেকনোলজিস্ট নিয়োগের ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।
আইসিইউ যেন ভালোভাবে চলে সেজন্য প্রধানমন্ত্রী আইনকে উপেক্ষা করে ৪০৯ জন অ্যানেসথেসিয়া নিয়োগ দিয়েছেন। যারা আইসিইউতে কাজ করেন, তারা আগামী ২/৪ দিনের মধ্যে কাজে যোগ দেবেন। এটা একটা নজিরবিহীন নিয়োগ হয়েছে।
বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারও ড্যাব করেন, আপনাদেরও সংগঠন আছে ড্যাব নামে তারা কি করেছে সেটা আমরা জানি। আমাদের হারুন সাহেব জানেন।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৭০০-৮০০ জন ডাক্তার নিয়োগ দিয়েছেন। তারা একদিনও কাজ করেন নাই, নিজের ব্যবসা করেছেন কোনো দিনও কাজ করে নাই। কমিউনিটি ক্লিনিক ছিল ১৪ হাজার সেইটাকে বন্ধ করে দিয়েছিলেন। ওখানে ৩০ রকমের ওষুধ ফ্রি পেতো সেটা বন্ধ করে দিয়েছেন। এই হলো আপনাদের স্বাস্থ্য সেবা ছিল।
তিনি বলেন, আজ সংসদ ভালো জমেছে। আপনারাও বলবেন আমি জবাব দেব। প্রস্তুত হয়ে এসেছি।