নোয়াখালীতে বসত ঘর ভস্মীভূত হয়ে ১৫ লাখ টাকার ক্ষতি, আহত ৮

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

নোয়াখালীর সেনবাগে আগুনে পুড়ে চারটি বসত ঘর ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডে আরও ৩টি ঘর আংশিক পুড়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

শনিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের হনি মন্ডল গ্রামের কুশা হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়।

স্থানীয় বাসিন্দা সুজন জানান, শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের হনি মন্ডল গ্রামের কুশা হাজী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরে থাকা দুই বৃদ্ধ নারী আগুনে পুড়ে আহত হয়। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে মর্জিনা আক্তার ও সফিকুর রহমান সহ অন্তত আরও ৮ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।