ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ঢাকার ধামরাইয়ে ইটভাটার অফিসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (০৯ অক্টোবর) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে নান্নার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত দেলোয়ার হোসেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নান্নার গ্রামের মজিদ মিয়ার লায়ন-২ ইটভাটার অফিসে বিদ্যুতের কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ওই যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় নান্নার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যুর মামলা (নং-৩২) দায়ের করা হয়েছে।