‘সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে বাংলাদেশে ব্যাপক উন্নতি হবে’
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে বাংলাদেশে আরও ব্যাপক উন্নতি হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসিতে) এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস তাই জনগণকে সঠিকভাবে সেবা দিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
আলোচনা সভায় বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মনজুর হোসেনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।