৬ মাসের মধ্যে দেশেই ভ্যাকসিন উৎপাদন সম্ভব



শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
করোনা ভ্যাকসিন

করোনা ভ্যাকসিন

  • Font increase
  • Font Decrease

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় একমাত্র উপায় ভ্যাকসিন প্রয়োগ ও স্বাস্থ্যবিধি মেনে চলা। ঘণবসতিপূর্ণ বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মানানো দুষ্কর। তাই বেশি সংখ্যক জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু দেশের অধিকাংশ মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে হলে শুধু সাহায্য বা বিদেশ থেকে আমদানির জন্য বসে থাকলে চলবে না।

এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা দেশেই ভ্যাকসিন উৎপাদনের পরামর্শ দিয়েছেন। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন আমদানির ওপর নির্ভর না করে দেশেই ভ্যাকসিন উৎপাদনের ওপর জোর দিয়েছেন। ইতিমধ্যে এ বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম বাস্তবায়নের জন্য দুটি কমিটি গঠন করা হয়। একটি হচ্ছে কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন উৎপান উপদেষ্টা কমিটি। এই কমিটির উপদেষ্টা করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক। 

এছাড়া ৯ সদস্য বিশিষ্ট একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। এজাড়া সদস্য হিসেবে রয়েছেন- ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য) স্বাস্থ্য সেবা বিভাগ, আইইডিসিআর এর পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ( পরিকল্পনা ও গবেষণা) স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিএন্ডএএইচ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন ড. আব্দুর রহমান, সদস্য সচিব এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক। 

কমিটি দুটির কাজ দেশে কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন উৎপাদনের পদক্ষেপ গ্রহণ, এ সংক্রান্ত প্রস্তাবসমূহ পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ প্রদান, ভ্যাকসিন উৎপাদনে দেশের সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ, উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার পর্যায়ে মান নিয়ন্ত্রণের ব্যবস্থাকরণ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কোন দেশ হতে ‘র ম্যাটেরিয়াল’ আমদানি করে দেশীয় উৎপাদন কেন্দ্রে ফিনিশ করা হবে তা আগে নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সংস্থার অনুমোদন নিয়ে দেশীয়ভাবে ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া দ্রুত করতে হবে। ইডিসিএল ভবনে ঔষধ প্রস্তুত করার কিছু যন্ত্রপাতি ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। সেক্ষত্রে করোনা ভ্যাকসিন তৈরি করতে হলে ওইসব যন্ত্রপাতি অন্য নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।

দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন উৎপাদনে সংসদীয় কমিটির নিকট পরামর্শ প্রদান করেছেন পারে। বিজ্ঞানী ড. সনজন কুমার দাস। সেখানে তিনি উল্লেখ করেছেন, স্টিলের তৈরি অবকাঠামোর অভ্যন্তরে তৈরিকৃত ভ্যাকসিন সংরক্ষণ করা সম্ভব। একটি ফিল্ড এন্ড ফিনিস ল্যান্ড করতে ১০ হাজার বর্গফুট অবকাঠামো পর্যাপ্ত। ফিল এন্ড ফিনিস যন্ত্রপাতি স্থাপন করতে ৩ থেকে ৬ মাস সময় প্রয়োজন হতে পারে।

মন্ত্রীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ইডিসিএল ‘র যে অবকাঠামো রয়েছে তা পরিবর্তন করে সেখানে ৬ মাসের মধ্যে ভ্যাকসিন তৈরির অবকাঠামো নির্মাণ করা সম্ভব এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক দক্ষ ছাত্র রয়েছে, যাদেরকে নিয়োজিত করে ভ্যাকসিন বোতলজাত করা যেতে পারে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম শুরু করার লক্ষ্যে স্বল্পমেয়াদী পদক্ষেপ হিসেবে সরকারকে কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন সরবরাহের জন্য ফেইস-১ ফরর্মুলেশন ফিল্ড ফিনিশিং এন্ড প্যাকেজিং ইউনিট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গোপালগঞ্জ প্রকল্পে আরডিপিপি পুনরায় সংশোধন করত ভ্যাকসিন উৎপাদন ইউনিট অর্ন্তভুক্ত করে কাজটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

আগামী ৬ মাসের মধ্যে ভ্যাকসিন তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ‘র ম্যাটেরিয়ালসমূহ’ বিশেষজ্ঞ পরামর্শক্রমে করোনা ভ্যাকসিন তৈরির লক্ষ্যে মূল যন্ত্রপাতি ইউরোপ, আমেরিকা ও জাপান প্রভৃতি দেশ এবং অন্যান্য যন্ত্রপাতি চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানসহ এশিয়ার বিভিন্ন দেশ হতে আমদানি করা হবে। ভ্যাকসিন তৈরির ‘র ম্যাটারিয়াল’ আমদানি ও টেকনোলজি ট্রান্সফারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি M/S Dyadic এর সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের লক্ষ্যে খসড়া এমওইউ তৈরি করা হয়েছে। তাছাড়া রাশিয়ার স্পুটনিক ভি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত প্রোটিন ভ্যাকসিন তৈরির জন্য আলোচনা চলমান। ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন বিদেশি যন্ত্রপাতি উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে প্রাথমিকভাবে প্রাক্কলিত দর তৈরি করা হয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শক্রমে স্বল্প সময়ের মধ্যে স্টিলের অবকাঠামো নির্মাণ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদন ইউনিট চালু করার জন্য বিভিন্ন প্রকৌশল প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী স্টিলের অবকাঠামো তৈরি করা হবে। বিশেষজ্ঞদের পরামর্শমতে ২ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এর কোল্ডরুম এবং কুলরুম নির্মাণের মাধ্যমে ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে।

ভ্যাকসিন উৎপাদনের বিষয়টি নিয়ে বুধবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়। করোনার তৃতীয় ঢেউ যদি আবার আছড়ে পড়ে তাহলে সেক্ষেত্রে নিজেদের দেশে তৈরি ভ্যাকসিন যেন মানুষকে দেয়া যায় সেই বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত করার করার পরামর্শ দিয়েছে।

বৈঠক শেষে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বার্তা২৪.কম-কে মোবাইল ফোন বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং দৃঢ়চেতা মানসিকতার কারণে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম। বিশ্বের মধ্যে ২৬তম তারপরেও আমরা চাই একটি মানুষও যেন মারা না যায়। যেহেতু বিশ্বের অন্যান্য অনেক দেশে তৃতীয় ঢেউ দেখা দিয়েছে তাই আমরা শঙ্কিত। সেজন্য বলা হয়েছে তৃতীয় ঢেউ যদি এসেই যায় তাহলে আমাদের আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি করে দ্রুত ভ্যাকসিন উৎপাদন করে মানুষকে প্রয়োগ করার যায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে ৭ কোটি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে কমিটিকে অবহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার শুরুতে অনেক সমালোচনা থাকলেও প্রধানমন্ত্রীর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে আমরা অনেক ভাল অবস্থানে আছি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য ও মন্ত্রী  জাহিদ মালেক, আ.ফ.ম রুহুল হক,  মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী,  মোঃ আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া  নুর, রাহগির আলমাহি এরশাদ ও মোঃ আমিরুল আলম মিলন অংশগ্রহণ করেন।

   

র‍্যাব-৩'র নতুন অধিনায়ক ফিরোজ, নিজ বাহিনীতে ফেরত যাচ্ছেন আরিফ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এলিট ফোর্স র‍্যাব-৩'র নতুন অধিনায়ক (সিও) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে. কর্নেল মো. ফিরোজ কবীর। তিনি লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

রোববার (২৮ এপ্রিল) ফিরোজ তার দায়িত্ব বুঝে নিবেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) র‍্যাব সদরদফতরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিজ বাহিনীতে (সেনাবাহিনী) ফেরত যাচ্ছেন। তিনি র‍্যাব-৩ এর অধিনায়ক হিসেবে দুবছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। মেধাবী ও সৎ অফিসার হিসেবে পরিচিত এই সেনা কর্মকর্তা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান, মাদক-অস্ত্র উদ্ধার, খাদ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে ব্যাপক অভিযান চালান। যা ব্যাপক প্রশংসিত হয়।

এদিকে র‍্যাব-৩ এর অধিনায়কের দায়িত্ব পাওয়া ফিরোজ কবীর সর্বশেষ র‍্যাব-৬'এর দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাকে বদলি করে র‍্যাব সদরদফতরে আনা হয়। গত মে মাসে তিনি র‍্যাব-৬'র অধিনায়কের দায়িত্ব পান। ভালো কাজের স্বীকৃতি হিসেবে চলতি বছর পুলিশ সপ্তাহে তিনি বাংলাদেশ পুলিশ পদক- বিপিএম পান।

অন্যদিকে ১৮ এপ্রিল র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম। গত বুধবার আরাফাত তার বুঝে নেন। আর র‍্যাব-১৩'র অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কমান্ডার কামরুল হাসান।

রাজধানীর ব্যাংক পাড়া খ্যাত মতিঝিল, মুগদা, শাহ্জাহানপুর, পল্টন, খিলগাঁও, সবুজবাগ, রামপুরা, হাতিরঝিল, শাহবাগ ও রমনা থানা মিলে র‍্যাব-৩ এর আওতাধীন এলাকা। 

;

লামায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে পাহাড়ি সন্ত্রাসী আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দারবান
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বান্দরবানের লামা উপজেলায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে বন্দুকসহশ জুয়েল ত্রিপুরা (২৮) নামের এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল ত্রিপুরা(২৮) হলেন অনজাহা ত্রিপুরার ছেলে । সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আজ দুপুরে জুয়েল ত্রিপুরা সহ আরও দুই জন সংঘবদ্ধ হয়ে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষংমুখ এলাকায় বন্দুকের ভয় দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছিল। সেই সময় স্থানীয় ব্যবসায়ীরা সেনাবাহিনীর টহল দল দেখতে পেয়ে বিষয়টি অবহিত করে। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল হাতেনাতে জুয়েল ত্রিপুরা কে আটক করে পুলিশকে সোপর্দ করেন। এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য দুই জন পালিয়ে যায়।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

;

নরসিংদীতে অতি গরমে প্রবাসীর শিশুর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল চাঁনপুরে অতি গরমে এক প্রবাসীর দেড় বছরের এক শিশু মারা গেছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দি এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় চাঁনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম ইয়াসিন। সে রায়পুরা উপজেলার সওদাগর কান্দি এলাকার প্রবাসী এনামুল হকের ছেলে।

নিহত ইয়াছিনের নানা বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নাতীসহ মেয়ে নরসিংদী শহরের বাসাইলস্থ ভাড়া বাসা থেকে আমাদের গ্রামের বাড়ি সওদাগর কান্দিতে নিয়ে আসি। আর আজই আমার নাতিটা মারা গেলো। 

তিনি আরও জানান, দুপুর সোয়া ২টার দিকে ইয়াসিন তার মায়ের সাথে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত গরমে মাটিতে শুয়ে পড়ে। পরে তাকে সওদাগর কান্দি ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারের নিয়ে গেলে দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় মিজানুর রহমান জানান, শিশু ইয়াছিনকে তার কাছে আনার আগেই মারা গেছে। যারা নিয়ে এসেছে তাদের ভাষ্যমতে অতি গরমে শিশুটির মৃত্যু হয়েছে। 

 

 

 

;

শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাতের ৯০ হাজার দিরহামসহ শারজাহগামী এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধার মুদ্রা ২৩ হাজার ৬৮৪ মার্কিন ডলারের সমমূল্যের।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেইটে তল্লাশি এসব মুদ্রাসহ তাকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ কায়সার হামিদ৷ তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। রাত সোয়া আটটার এয়ার এরাবিয়া জি৯-৫২১ ফ্লাইট যোগে শারজাহ গমনিচ্ছুক ছিলেন হামিদ।

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন- বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

তিনি জানান, বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ওই যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করছে। উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলো শুল্ক গোয়েন্দার মাধ্যমে বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হবে, যা পরবর্তীতে সরকার কর্তৃক জব্দ হবে।

তিনি আরও জানান, যাত্রী বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী নির্ধারিত পরিমাণ (১ বছরে সর্বোচ্চ ১২ হাজার ইউএস ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা) এর বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করায় তার নিকট হতে প্রাপ্ত সমুদয় বৈদেশিক মুদ্রা যাত্রীসহ আটক করা হয়।

;