কোন চক্রান্তই হাজার বছরের সম্প্রীতি নষ্ট করতে পারবে না

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শনে সাবেক আইন উপদেষ্টা  এ. এফ. হাসান আরিফ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শনে সাবেক আইন উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ

দেশব্যাপী মন্দিরে মূর্তি ভাঙচুর ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আইন উপদেষ্টা  এ. এফ. হাসান আরিফ।

তিনি বলেন, কোন চক্রান্তই বাঙালির হাজার বছরের সম্প্রীতি নষ্ট করতে পারবেনা। 

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে সমবেদনা জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, একটি চক্র বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে পরিচিত করতে একের পর এক সংখ্যালঘু নির্যাতন করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সরকার ও সব মহলের নৈতিক দায়িত্ব। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দল মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শন শেষে এ. এফ. হাসান আরিফ কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়কালে এ. এফ. হাসান আরিফ এর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট সঞ্চয় কুমার সাহা, এডভোকেট আশিক আল-জলিল এবং এডভোকেট মানিক নোমান।