রংপুরে সড়কে প্রাণ গেল যুবকের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুর সদর উপজেলার পাগলাপীরে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে শ্রী অশ্বনী কুমার রায় (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (১৭ অক্টোবর) বিকালে দিনাজপুর- ঢাকা মহাসড়কের পাগলাপীরে লিখন চেয়ারম্যানের বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত অশ্বনী কুমার রায় রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার নিউ সাহেবগঞ্জ এলাকার শ্রী অমল কুমার রায়ের ছেলে। তিনি ঢাকা সুপ্রিম কোর্টের এমএলএসএস পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী, কোতোয়ালি ও হাইওয়ে তারাগঞ্জ থানার পুলিশ জানান, অশ্বনী কুমার রায় মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে উক্ত স্থানে পৌঁছলে সৈয়দপুর ও জলঢাকা ডালিয়াগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাসের সামনে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি উল্টে যায়।

বিজ্ঞাপন

এতে মোটরসাইকেল চালক অশ্বনী কুমার সড়কে ছিটকে পরে গেলে বাসের পিছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

কোতোয়ালি সদর ও হাইওয়ে তারাগঞ্জ থানা পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরণ করেছে।