রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুরের পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল রানা (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সোহেল রানা ওই গ্রামের আফতাব হোসেনের ছেলে। সে স্থানীয় তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বাবা-মা চট্রগ্রামে তৈরি পোশাক কারখানায় কাজ করায় বাড়িতে দাদা-দাদির সঙ্গে থেকে পড়াশোনা করতো সোহেল রানা। পাশাপাশি বাড়িতে গরু-ছাগল দেখাশুনাসহ সংসারের কাজকর্মে সহযোগিতা করতেন।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে গরুকে খাওয়ানোর জন্য বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে পাতা পাড়তে যান। ওই বাঁশঝাড়ের ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন লাইন রয়েছে। সেই লাইনে বাঁশ হেলে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সোহেল রানার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।