শেখ রাসেল দিবসে গাইবান্ধায় বৃক্ষরোপণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

শেখ রাসেল দিবসে গাইবান্ধায় ৪৬৪৭ বৃক্ষরোপণ

শেখ রাসেল দিবসে গাইবান্ধায় ৪৬৪৭ বৃক্ষরোপণ

শেখ রাসেল দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪ হাজার ৬৪৭টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সোমবার (১৮ অক্টোবর) থেকে আজ মঙ্গলবার পর্যন্ত উপজেলা শহরসহ প্রত্যন্ত পগ্রামে এসব বৃক্ষরোপণ করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের সাদুল্লাপুর হামিন্দপুর শাখা ম্যানেজার বরুন কুমার মৃধা জানান, এই উপজেলায় গ্রামীণ ব্যাংকের আটটি শাখা থেকে বৃক্ষের চারাগুলো বিতরণ করা হয়েছে। এরপর সদস্যরা সেগুলো নিজ বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করেছেন।

এর মধ্যে হামিন্দপুর শাখা থেকে ৬৪ কেন্দ্রে ৮৩২টি, কামারপাড়া শাখা থেকে ৫৩০টি, দামোদরপুর শাখা থেকে ৫০০টি, নলডাঙ্গা শাখা থেকে ৬২৫টি,মাদারগঞ্জ শাখা থেকে ৬৫০টি, ভাতগ্রাম শাখা থেকে ৪৬০টি, বকসিগঞ্জ শাখা থেকে ২৫০টি এবং ধাপেরহাট শাখা থেকে ৮০০টি বৃক্ষরোপণ করা হয়েছে।

বিজ্ঞাপন