সিলেটে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সিলেট সদরের জালালাবাদে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে উভয় পক্ষের আরও ৭ জন আহত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেম্বার পদপ্রার্থী আব্দুল হামিদসহ ১০ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

নিহতের নাম আলাউদ্দিন আলা (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী আব্দুল হামিদ ও গোলাম রাব্বানীর সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি সংঘটিত হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আলাউদ্দিন আলাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

বিজ্ঞাপন

স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বার্তা২৪.কম-কে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মেম্বার পদপ্রার্থী আব্দুল হামিদসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।