রওশন এরশাদের অবস্থা কিছুটা ভালো

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছে তাঁর পরিবারের সদস্যরা। তারা বলেছে, বার্ধক্যজনিত রোগেই ভুগছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় এই নেতা। শুক্রবার অক্সিজেন খুলে দেওয়া হয়েছে। তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। তবে শারীরিকভাবে বেশ দুর্বল।

রওশনের ছেলে রাহগীর আল মাহী সাদ এরশাদ বলেন, অবস্থা এখন কিছুটা ভালো, অন্য কোনো জটিল রোগ নেই। মূলত বার্ধক্যজনিত রোগটাই আসল।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতার একান্ত সচিব আল মামুন বলেন, তাঁর হার্টবিট ভালো রয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, চিকিৎসকদের ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া গেলে বিরোধীদলীয় নেতাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।

বিজ্ঞাপন

গত ১৪ আগস্ট ফুসফুসের জটিলতা নিয়ে রওশন সিএমএইচে ভর্তি হন। অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে কেবিনে হস্তান্তর করা হয়। ২০ অক্টোবর আবার অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। গতকাল তাঁর অক্সিজেন খুলে দেওয়া হয়েছে।