রাজশাহীতে অস্ত্রসহ গ্রেফতার ১
রাজশাহীর চারঘাট উপজেলায় অস্ত্রসহ আলমগীর হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টায় উপজেলার মালেকার মোড়ে এ অভিযান চালায় র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতার আলমগীরের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার সিংগা পশ্চিমপাড়া গ্রামে। তার কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, তারা খবর পান যে মালেকার মোড় এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন। এ খবরের ভিত্তিতে তারা অভিযান চালাতে যান। এ সময় র্যাব সদস্যদের দেখে আলমগীর হোসেন দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তখন ধাওয়া দিয়ে তাকে ধরা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে তার কাছে পাওয়া যায় অস্ত্র, ম্যাগজিন ও গুলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তিনি অস্ত্র কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ নিয়ে তার বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।