সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

সিলেটের লামাকাজি, শেরপুর, ফেঞ্চুগঞ্জ ও শেওলা সেতুতে অতিরিক্ত টোল আদায় এবং গোয়াইনঘাট উপজেলা ও ছাতক পৌরসভার নামে অবৈধ ভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে সিলেটে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (১ নভেম্বর) বিকেলে নগরের দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ চত্বরে পরিবহণ মালিক-শ্রমিকদের নিয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে থেকে এ কর্মসূচি ঘোষণা দেন জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, বছরের পর বছর ধরে লামকাজি সেতু’সহ সিলেটের সকল সেতু থেকে অবৈধ ভাবে চাঁদা আদায় করা হচ্ছে। টাকা না দিলে প্রতিনিয়ত শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। পুলিশ প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করার পরও কোন প্রদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনের ডাক দিতে মালিক-শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। তাই আগামী ৯ ও ১০ নভেম্বর সিলেট জেলায় পণ্য পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে তাদের সাথে একাত্নতা পোষণ করেছেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজি অটো রিক্সা ইউনিয়ননের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন ও জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পুলক কবির চৌধুরী, জেলা সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সিএনজি অটোরিকশা শ্রমিক জোটের সভাপতি মো. খলিলুর রহমান।