বিনা ভোটে নির্বাচিত ৮১ চেয়ারম্যান

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন ৮১ জন চেয়ারম্যান। এসব ইউপিতে চেয়ারম্যান পদে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) কোনো ভোট গ্রহণ হচ্ছে না। বিনা ভোটে নির্বাচিত সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।

এর আগে প্রথম ধাপেও ৬৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যায়। ফলে প্রথম দুই ধাপের নির্বাচনে ১৫০ জন বিনা ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন।

বিজ্ঞাপন

৮১ জন চেয়ারম্যানের মধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ৫ জন, ভোলার দৌলতখানে একজন, মানিকগঞ্জের সিঙ্গাইরে একজন, নারায়ণগঞ্জ সদরে দুইজন, রূপগঞ্জে তিনজন, শেরপুর সদরে তিনজন, টাঙ্গাইলের ধনবাড়ীতে তিনজন, জামালপুর সদরে পাঁচজন, কিশোরগঞ্জের বাজিতপুরে তিনজন, কুমিল্লার লাকসামে পাঁচজন, তিতাসে একজন, মেঘনায় একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।

এ ছাড়া চাঁদপুর সদরে দুজন, ফেনীর ফুলগাজীতে তিনজন, লক্ষ্মীপুরের কমলনগরে একজন, মাদারীপুরের কালকিনিতে একজন, শরীয়তপুর সদরে তিনজন, খুলনা সদরে একজন, মাগুরা সদরে তিনজন, যশোরের চৌগাছায় দুইজন, বাগেরহাট সদরে তিনজন, মোল্লাহাটে একজন, জয়পুরহাটের আক্কেলপুরে একজন, সিরাজগঞ্জ সদরে তিনজন, রায়গঞ্জে তিনজন, চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচজন, মিরসরাইয়ে ১৩ জন এবং ফটিকছড়ি উপজেলায় তিনজন বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন।

বিজ্ঞাপন

ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেছেন, বৃহস্পতিবার (১১ নভেম্বর) ৮৪৬ ইউপিতে নির্বাচনের কথা থাকলেও নির্বাচন হচ্ছে ৮৩৫টিতে। এ ছাড়া কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পাঁচটি ইউনিয়নে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই উপজেলায়ও কোনো ভোট নেওয়া হচ্ছে না।