'আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’।
দিবসটি উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রবাসীদের সেবা সংক্রান্ত সকল প্রকার তথ্য সহায়তা প্রদানের লক্ষ্যে কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান কনস্যুলেট-এর অভ্যন্তরে একটি বিশেষ ‘হেল্প ডেস্ক’-এর উদ্বোধন করেন।
এরপর কনসুলেটের হল রুমে আলোচনা সভায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করে শোনান কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত এ দিবসের উপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর কাউন্সেলর (শ্রম) মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান।
এসময় বাংলাদেশ ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন, ইউএই-এর সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম খাঁন, বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই-এর সভাপতি মামুনুর রশিদ ও রেমিট্যান্স এ্যাওয়ার্ডি রিতু শীল বক্তব্য রাখেন।
সভায় দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশি নাগরিক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কনসাল জেনারেল তার বক্তব্যে অভিবাসীদের উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি অভিবাসীদের সেবা ও কল্যাণ নিশ্চিতে কনস্যুলেটের ভূমিকা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন-সমৃদ্ধিতে আরও অবদান রাখার জন্য প্রবাসীদের অনুরোধ জানান।