গাইবান্ধায় হাসান হত্যা মামলায় ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড
জাতীয়
গাইবান্ধার পলাশবাড়িতে চাঞ্চল্যকর হাসান হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবুসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় দেন। এসময় আদালতে ১৬ আসামির মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্তরা সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবু, ফারুক মিয়া, জালাল উদ্দিন, আঃ রউফ, আবু তালেব, গোলাম মোস্তফা, শাহলম মিয়া, মিজানুর রহমান ।
এ বিষয়টি নিশ্চিত করেনে, রাষ্ট্রপক্ষের সাবেক আইনজীবী শফিকুল ইসলাম এজাহারের বরাত দিয়ে বলেন, বিগত ১৯৯৯ সালের আগস্ট মাসে পলাশবাড়ী উপজেলার আমবাড়ি গ্রামের একটি কলেজের কমিটিকে কেন্দ্র করে ওই কলেজের অধ্যাপক মো. আব্দুলের সঙ্গে নজরুল ইসলাম লেবুর বিরোধ হয়। এ ঘটনায় নজরুলের লোকজন আব্দুলের ওপর হামলা চালায়। এ সময় হাসান আলী গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহত হাসান আলীর ভাই আবুল কাশেম ১০ জনের নামে ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরবর্তীতে পুলিশ ১৬ জনকে অভিযুক্ত আদালতে অভিযোগপত্র দেয়। মামলার পর নজরুল ইসলামসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর আদালত ওই ৮ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।
শীতের আগমনে বাজারে সরবরাহ বাড়ছে সব শাক-সবজির। এতে কমতে শুরু করেছে দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ থেকে ৫০ শতাংশ কমেছে প্রতিটি সবজির দাম। আঁটিপ্রতি অর্ধেকে নেমেছে বিভিন্ন শাকের দাম। ক্রেতাদের মনে স্বস্তি ফেরার কথা হলেও খুচরা বাজারের নানা কারসাজিতে অস্বস্তিতে রয়েছে ক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি ইন্ডিয়ান পেঁয়াজ ৯৫ টাকা, আলু প্রতি কেজি ৭০-৭৫ টাকা, মানভেদে নতুন আলু ১২০-১৩০ টাকা কেজি, রসুন ২৭০-২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শীতের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন মানভেদে ৭০ টাকা কেজি, করলা ৬০ টাকা কেজি, বরবটি ৬০ টাকা কেজি, শিম ১০০ টাকা কেজি, পটল ৫০ টাকা কেজি, ঢেঁড়স ৫০ টাকা কেজি, শসা ৫০ টাকা কেজি, প্রতি পিস ফুলকপি মানভেদে ৮০ টাকা, লাউ ৫০-৬০ টাকা, টমেটো ১৩০ টাকা, মূলা ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা ও কুমড়া ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। শাকের মধ্যে শাকের মধ্যে লাল শাক, লাউ শাক, মুলা শাক, পুঁই শাক ২০ থেকে ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০-১৬৫ টাকা, সোনালি মুরগি ২৮০-২৯০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
খুচরা বিক্রেতা শিমুল জানান, বাজারে এখন গত সপ্তাহের তুলনায় দাম কম আছে। শীতের সবজি তো মাত্র আসতে শুরু করেছে। সপ্তাহখানেক যেতে দেন। এরপর দাম আরও কমে যাবে। এবার বন্যায় প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। এজন্য দাম কিছুটা বেশি। এখন আবার আরেক দফায় চাষ হচ্ছে। সেগুলো বাজারে এলেই দাম কমতে শুরু করবে।
বড় বাজারের এক ব্যবসায়ী বলেন, শীতকালীন আগাম সবজি বাজারে এসেছে কয়েকদিন হলো। এরমধ্যে বাজারে দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় অনেক কমেছে, দিনযত যাবে দাম আরও কমে যাবে।
ব্যবসায়ীরা দাম কমার কথা বললেও দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা।
আলমগীর হোসেন নামে এক ক্রেতা জানান, শীতকালীন সবজি হলেও এখনও বাজারে দাম নিয়ে প্রশ্ন রয়েছে। পাইকারি বাজারে দাম কম হলেও খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে দামে। এ সিন্ডিকেট কেউ বন্ধ করতে পারেনি। যার কারণে দাম কমলেও সাধারণ মানুষ তার সুবিধা পায় না।
বাজারে আলুর দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। পুরাতন আলু ৭০ টাকার অধিক এবং নতুন আলু কিনতে ১৩০ টাকার অধিক গুণতে হচ্ছে। আলুর দাম নিয়ে আরেক ক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, অন্যান্য বছর এ সময়ে আলু ৩০ থেকে ৫০ টাকার মধ্যে থাকত। এ বছর সে তুলনায় দাম বেশি।
বাজার করতে আসা গৃহিণী রুমা আক্তার বলেন, মানে বাজারে একটা না একটা দরকারি জিনিসের দাম বাড়তি থাকবেই। হয় ডিমের দাম, না হয় কাঁচামরিচ, না হয় আলু। এভাবেই চলছে। আমরা কাটছাঁট করে কোনোরকম টিকে আছি।
ফেনী পৌর তরকারি আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাফর বলেন, গত সপ্তাহের তুলনায় প্রতিটি আগাম শীতকালীন সবজিতে ২০ থেকে ৫০ শতাংশ কমেছে। মূলা গত সপ্তাহে পাইকারিতে ৫০ টাকা বিক্রি করেছি এখন সেটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ সবজির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। এখনও পুরোদমে শীতকালীন সবজি বাজারে আসেনি, এগুলো আগাম সবজি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম আরও কমে যাবে।
সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ড. মোল্লা কলেজ ও আশেপাশের এলাকা। ভাঙচুর করা হয়েছে কলেজের ভবন। ডেমরা এলাকায় দফায় দফায় শিক্ষার্থীদের ধাওয়া চলছে। এতে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় আহত হয়েছেন অনেকে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর এই হামলা-ভাঙচুর ও সংঘর্ষ শুরু হয়।
হামলা-ভাঙচুর ও সংঘর্ষের পর সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ডেমরা ফ্লাইওভারের উপর অবস্থান নেয়। নিচে একদিকে পুলিশ ও অন্যদিকে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। এসময় পুলিশদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতেও দেখা গেছে। এছাড়া বেশ কিছু আহতদের হাসপাতালে নিতেও দেখা গেছে।
দুপুর পৌনে ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডেমরা এলাকায় মোল্লা কলেজের আশপাশের এলাকায় শিক্ষার্থীদের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশেপাশের এলাকার ৩০'র অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। গতকাল এই সংঘর্ষের ঘটনার পর আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল হতেই কবি নজরুল কলেজের সামনে জড়ো হতে শুরু করে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
এর আগে গতকাল রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশেপাশের এলাকার ৩০'র অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের হামলার ঘটনাকে কেন্দ্র করে মোল্লা কলেজে হামলা চালিয়েছে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয়েছে৷ ভাঙচুর করা হয়েছে কলেজ। এ ঘটনায় ঘটনায় আহত হয়েছেন অনেকে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর এই হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলা-ভাঙচুর ও সংঘর্ষের পর সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ডেমরা ফ্লাইওভারের উপর অবস্থান নেয়। নিচে একদিকে পুলিশ ও অন্যদিকে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। এসময় পুলিশদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতেও দেখা গেছে। এছাড়া বেশ কিছু আহতদের হাসপাতালে নিতেও দেখা গেছে।
ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশেপাশের এলাকার ৩০'র অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। গতকাল এই সংঘর্ষের ঘটনার পর আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল হতেই কবি নজরুল কলেজের সামনে জড়ো হতে শুরু করে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
জানা গেছে, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের দুটি গ্রুপ মোল্লা কলেজের (ডিএমআরসি) উদ্দেশে রওনা করেছেন।
এসময় শিক্ষার্থীদের 'মোল্লার চামড়া তুলে নিবো আমরা' এমন স্লোগান দিতেও দেখা গেছে।
এর আগে গতকাল রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশেপাশের এলাকার ৩০'র অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
জানা যায়, গত বুধবার ভুল চিকিৎসায় ডক্টর মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) এইচএসসি শিক্ষার্থী অভিজিত হাওলাদারের মৃত্যুর অভিযোগে কলেজটির শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি চালায়। এক পর্যায়ে বৃহস্পতিবার কবি নজরুল ও সোহরাওয়াদী কলেজের ছাত্রদলের নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলনরত ডিএমআরসি কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়।
আক্রমণের প্রতিবাদে গতকাল ঢাকা ও তার আশেপাশের এলাকার ডিএমআরসি কলেজ, নটরডেম কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ, নারায়ণগঞ্জ সরকারি কলেজ, খিলগাও সরকারি কলেজসহ ৩০ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়াদী ও কবি নজরুল কলেজে হামলা ও ভাঙচুর চালায়। পরবর্তীতে এক পক্ষ অপর পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
এতে গতকাল পর্যন্ত প্রায় ৪০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থী জানায়, আজ সকালে ডিএমআরসি ও আশেপাশের কলেজগুলো ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ করতে আসলে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পুনরায় আমাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি।
বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত আব্দুল মান্নানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে সদর উপজেলার এরুলিয়া বানদিঘী পূর্বপাড়া গ্রামের কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃত্যুর ৩ মাস ২১ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন কাজে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা বগুড়ার গোয়েন্দা পুলিশের এসআই আরিফুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, আদালতের নির্দেশে আব্দুল মান্নানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবারও মরদেহ দাফন করা হবে।
নিহত আবদুল মান্নানের বাড়ি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদীঘি পূর্বপাড়া গ্রামে। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৪ আগস্ট মারা যাওয়ার পর ১১ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে রানা হামিদ। মামলায় আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২২ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ২০০ থেকে ৩০০ জনকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৪ আগস্ট বেলা ১টার দিকে বগুড়া শহরের প্রধান সড়কে বড়গোলা ট্রাফিক মোড় এলাকায় আন্দোলন চলাকালে রিভলবার, পিস্তল, বন্দুক, আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশি অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এ সময় ককটেল ও পেট্রলবোমা হামলাও করা হয়। পিস্তলের গুলি রিকশাচালক আবদুল মান্নানের হৃৎপিণ্ডে বিদ্ধ হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ছাত্র-জনতা হামলাকারীদের ধাওয়া দিলে তারা চলে যান। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আবদুল মান্নানকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, আব্দুল মান্নান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নিহতের মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ২৮ অক্টোবর মরদেহ কবর থেকে উত্তোলনে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা গত ৩১ অক্টোবর আবেদন মঞ্জুর করেন।
মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো কবর থেকে উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বগুড়াকে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে মরদেহের ময়নাতদন্ত শেষে যথাযথ মর্যদায় পুনরায় দাফন করার জন্য তদন্তকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়।