সিলেটে মাটিচাপা পড়ে পাথর শ্রমিক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্তে মাটিচাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের নাম হযরত আলী (৩০)। তিনি উপজেলার আলীরগাঁও ইউনিয়নের তিতকুল্লী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় শ্রমিকরা জানান, প্রতিদিনের ন্যায় পাথর তুলতে ডাউকি নদীতে আসেন হযরত আলী। পাথর তুলতে পানির নিচে ডুব দিলে গর্তের উপর থেকে মাটি ধসে পানির নিচেই তিনি চাপা পড়েন। পরে কয়েকজন শ্রমিক মাটির নিচ থেকে হযরত আলীর লাশ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বার্তা২৪.কম-কে বলেন, নদীতে ডুব দিয়ে পাথর তুলতে গিয়ে হযরত আলী নামের এক শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।