রংপুরে ছাত্রী যৌন নিপীড়নের মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রধান শিক্ষক শাহ্ আলম তালুকদার গ্রেফতার

ছবি: প্রধান শিক্ষক শাহ্ আলম তালুকদার গ্রেফতার

রংপুরের মিঠাপুকুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় প্রধান শিক্ষক শাহ্ আলম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার(২৬ ডিসেম্বর) বিকালে ছাত্রী নিপীড়নকারী ওই শিক্ষককে মিঠাপুকুর থানা পুলিশ গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। গ্রেফতার শিক্ষক শাহ্ আলম তালুকদার মিরন (৫০) উপজেলার শাল্টিপাড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আলম তালুকদার মিরন বেশ কিছুদিন থেকে বিদ্যালয় চলাকালীন সময়ে কৌশলে ছাত্রীদেরকে কাছে ডেকে নিতেন। এরপর নানা অজুহাতে মেয়েদের শরীরে হাত বুলিয়ে কোমলমতি মেয়ে শিক্ষার্থীদের যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। সর্বশেষ ২২ ডিসেম্বর প্রধান শিক্ষক একই ঘটনা ঘটান। বিষয়টি ভয় ও লজ্জায় শিশুরা অভিভাবককে জানাননি।

গত এক সপ্তাহ ধরে তৃতীয় শ্রেণির ৪/৫ জন ছাত্রী বিদ্যালয়ে না যাওয়ায় অভিভাবকরা কারণ জানতে চায়। এতে শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের খুলে বলেন।

বিজ্ঞাপন

তারা অভিভাবকদের জানান, দোতলায় ছাদের ওপর খেলাধুলা করার সময় ওই প্রধান শিক্ষক ছাত্রীদেরকে কোলে নেন এবং শরীরের স্পর্শ কাতর জায়গায় হাত দেন। এভাবে অনেক দিন ধরে তিনি এই কাজ করে আসছেন।

এরপর বিষয়টি জানাজানি হলে এক ছাত্রীর অভিভাবক মিঠাপুকুর থানায় রোববার একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ প্রধান শিক্ষক শাহ্ আলম তালুকদারকে গ্রেফতার করেন। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরে হলে একমাত্র আসামি প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।