রংপুরে ২ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
রংপুর নগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় ৬শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার(২৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনে মিনান।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,রংপুরের কোতোয়ালী থানাধীন কেরানী পাড়া এলাকার বাবু মিয়ার ছেলে তানভীর রহমান (৩২), একই এলাকার সামাদ মিয়ার মেয়ে শাহানাজ পারভিন (২৮) ও তারাগঞ্জ উপজেলার মধুরামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে স্মৃতি বেগম (২৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি,রংপুর কোতোয়ালী থানাধীন ২৫ নং ওয়ার্ডস্থ কামাল কাছনা মায়াময়ি সড়কের আসাদুল ইসলামের ভাড়া দেয়া বাসায় অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশ।
এসময় রুমের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক কারবারির সাথে জড়িত সন্দেহে দুই নারীসহ তিন জন গ্রেফতার করে ডিবি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অতি: উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন বলেন,মাদক নির্মূলে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।