কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সাভারে অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানায় উৎপাদন পরিচালনা করায় কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজফুলবাড়িয়া এলাকার বিশ্বাস গার্মেন্টস লিমিটেডে অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হুমায়ন কবির।
এসময় তিনি বলেন, দীর্ঘ দিন ধরে বিশ্বাস গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিতাসের মুল সংযোগ হতে অবৈধ ভাবে গ্যাস লাইন নিয়ে উৎপাদন পরিচালনা করে আসছিলো। পরে এলাকাবাসী দুদকের হটলাইনে অভিযোগ জানালে দুপুরে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সাথে নিয়ে ওই পোশাক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।
এদিকে কারখানা কর্তৃপক্ষ প্রশাসনের চোখ ফাঁকি দিতে কারখানার সামনে গ্যাস সিলিন্ডারের বোতল রেখেছিলো।
এ সময় দুদক ও তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।