তিতাস এলাকায় টানা দশদিন গ্যাস সংকট থাকবে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিতাস গ্যাস অর্ন্তভুক্ত এলাকায় ২১ জানুয়ারি পর্যন্ত টানা দশদিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। কারিগরি কারণে এই সংকট বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (১২ জানুয়ারি) প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে এমন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন ‘কারিগরি কারণে ১২ থেকে ২১ জানুয়ারি ২০২২ পর্যন্ত তিতাস গ্যাস অর্ন্তগত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে’।

বিজ্ঞাপন

সবচেয়ে পুরনো এবং বৃহৎ বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। রাষ্ট্রীয় এই বিতরণ কোম্পানিটি বৃহত্তর ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ এলাকায় বিতরণের দায়িত্বে রয়েছে। কোম্পানিটির বর্তমানে গ্রাহক সংখ্যা ২৮ লাখ ৭৪ হাজার ৮৪৮জন। এর যাত্রা শুরু হয় ১৯৬৪ সালের ২১ নভেম্বর।