শিক্ষার্থীদের টিকা প্রদানে যত অভিযোগ



স্টাফ করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম
ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও চলছে শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা(ফাইজার) প্রদান কার্যক্রম। এক্ষেত্রে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীরা টিকার আওতায় আসবেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে ষষ্ঠ শ্রেণীর বেশকিছু শিক্ষার্থীর বয়স ১২ বছরের কিছু কম হওয়ায় তারা টিকা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে তাদের ক্লাসে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এছাড়াও বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) দুপুর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের টিকা-কেন্দ্র ঘুরে ভোগান্তি এবং অব্যবস্থাপনা নিয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে।

প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকার ২য় ডোজ নেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী তন্ময়। তিনি জানান, টিকা নিতে এসে ভোগান্তির শিকার হয়েছেন তিনি। অভিযোগ করে বলেন, লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ছাড়াও লাইনের বাইরে থাকা অন্যান্য শিক্ষার্থীরা ঢুকছে। এতে লাইন আরও দীর্ঘ হচ্ছে। এজন্য বেলা ১১ টায় লাইনে দাঁড়িয়ে দুপুর ১:৪০ মিনিটে টিকা নেই আমি।

হাসপাতালে ছাত্রদের লাইনের তুলনায় ছাত্রীদের লাইন কয়েকগুণ দীর্ঘ। কুড়িগ্রাম সদরের ভোগ ডাঙা ইউনিয়নের লক্ষ্মী কান্ত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোছা. কামরুন্নাহার শিখা দুপুর দেড়টায় জানান, তিনি সকাল ১০ টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। এখন লাইনের প্রায় শুরুর দিকে পৌঁছাতে অনেক সময় লেগেছে তার। এর মধ্যে টানা রোদে দাঁড়িয়ে থাকায় শারীরিক অসুস্থতা অনুভব করছেন তিনি।

শিক্ষার্থীদের সাথে আসা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বশির উদ্দিন আক্ষেপ করে বলেন, শিক্ষার্থীদের সাথে আমাকেও খারাপ লাগছে। একসাথে এত শিক্ষার্থীদের না ডাকলেই পারতো। সেই সাথে হাসপাতালে বুথের সংখ্যা বাড়িয়ে ভোগান্তি কমানোর দাবিও করেন তিনি।

হাসপাতালের টিকা কেন্দ্রে গিয়ে আরও দেখা গেছে ছাত্রদের এবং ছাত্রীদের লাইন আলাদা হলেও বেশ কিছু যুবক ছাত্রীদের লাইনের আশেপাশে ঘোরাঘুরি করছেন। এতে ছাত্রীদের পড়তে হচ্ছে নানান বিড়ম্বনায়। মাঝেমধ্যে হঠাৎ করেই ছাত্রীদের লাইনের ভেতর দিয়ে তারা চলাফেরা করছেন। এছাড়াও বিভিন্নভাবে তারা ইভ টিজিং এর শিকার হচ্ছেন বলে জানিয়েছেন লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রীরা।

লাইনে দাঁড়িয়ে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, আমাদের লাইনের আশেপাশে এই ছেলেদের থাকার কোন দরকার নাই। তারা আমাদের কাছে এসে উত্ত্যক্ত করছে। একাধিকার প্রতিবাদ করেও কাজ হচ্ছেনা। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ছাত্রীদের সাথে আসা অভিভাবকেরাও। সেই সাথে টিকা প্রদানের ধীরগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

টিকা প্রদানের কাজে নিয়োজিত এক স্বেচ্ছাসেবক সময় বেশি লাগার বিষয়টি স্বীকার করে বলেন, প্রতিটি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন পরীক্ষা করার পর টিকা কার্ড প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে একটু সময় বেশি লাগছে।

অপরদিকে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের টিকা প্রদানের নির্দেশনা থাকায় লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক ৬ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ১২ বছর পূর্ণ না হওয়ায় টিকা নিতে পারছেন না। তাদের অন্যান্য সহপাঠীরা টিকা নিতে পারলেও তাদের টিকা নিতে না পারায় ক্লাসে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

লক্ষ্মী কান্ত উচ্চ।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বশির উদ্দিন বলেন, নির্দেশনায় বলা হয়েছে টিকা না নিলে শিক্ষার্থীরা ক্লাস করতে পারবেন না। তাই আমার স্কুলের ৬ষষ্ঠ শ্রেণীর কিছু শিক্ষার্থী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও বয়স কমের কারণ দেখিয়ে তাকে ফেরত দেয়া হয়েছে। এখন সে ক্লাস করতে পারবেনা।

প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ফিরে আসা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লামিয়া খন্দকার জানান, আমি আমার বান্ধবীদের সাথে টিকা নিতে এসেছি। কিন্তু আমাকে ফেরত দেয়া হলো। এখন আমি আমার ক্লাসে উপস্থিত হওয়া নিয়ে টেনশনে আছি।

টিকা নিতে আসা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে হাসপাতালের দায়িত্বে থাকা এ এস আই আনোয়ারুল করিমের কাছে জানতে চাইলে তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, গতকাল (১২ জানুয়ারি) কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলায় ১ম ও ২য় ডোজ মিলে মোট ২০ হাজার ৬৫৮ জন শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান করা হয়েছে। এবং এখন পর্যন্ত জেলায় মোট ১লক্ষ ১৬ হাজার ৩৯৯৯ জন শিক্ষার্থী টিকার আওতায় এসেছে বলেন জানিয়েছে সিভিল সার্জন অফিস।

অভিযোগ গুলোর ব্যাপারে কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন মো. মনজুর এ-মুর্শেদ বলেন, ফাইজার এর টিকা অনেক সচেতনতার সাথে নিয়ন্ত্রিত তাপমাত্রায় সংরক্ষণ করে প্রদান করা হয়। অন্যথায় এর কার্যকরীতা হ্রাস পায়। এজন্য আমরা নির্দিষ্ট সংখ্যক বুথ করেছি। একাধিক বুথের দাবির বিষয়টির সম্পর্কে সহমত পেষণ করে তিনি বলেন, আগামী রবিবার সরেজমিনে পরিদর্শন করে এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতি যাতে পরবর্তীতে না সৃষ্টি হয় সেব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

   

সিলেটে যুবকের রহস্যজনক মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
সিলেটে যুবকের রহস্যজনক মৃত্যু

সিলেটে যুবকের রহস্যজনক মৃত্যু

  • Font increase
  • Font Decrease

সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) মধ্যরাতে নগরীর হাজারিবাগ এলাকার পেছনের মাঠে তার মরদেহ পড়েছিল। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটনের (এসএমপির) বিমানবন্দর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।

নিহত অমিত দাস শিবু গৌর চাঁদ দাসের ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে। তিনি নগরীর বাগবাড়ি নরসিং টিলা এলাকায় সপরিবারে বসবাস করতেন।

জানা যায়, অমিত দাস শিবু প্রতিদিনের মতো আজ রাতেও উত্তরপূর্ব পত্রিকা অফিসে কাজ করে বাসায় ফিরছিলেন। রাত পৌনে ২টার দিকে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তার মরদেহের পাশে মোটরসাইকেলটি চাবি লাগানো অবস্থায় রাখা ছিল। তবে মোবাইল ফোন পাওয়া যায়নি। কিন্তু মোবাইলের শেষ লোকেশন ঘটনাস্থলেই দেখাচ্ছে। তার দেহে কোনো আঘাতের চিহ্ন মিলেনি। এরপরও ঘটনাটিকে রহস্যজনক ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

;

গ্যাস-বিদ্যুৎ-সারের দাম বাড়ানোর সুপারিশ আইএমএফ’র



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ভারসাম্য ঠিক রাখতে ও ভর্তুকি সহনীয় পর্যায়ে রেখে সার, বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয়ের (বাড়ানো) সুপারিশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল।

অর্থবিভাগের বাজেট অনুবিভাগের সঙ্গে এক বৈঠকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ সুপারিশ করেছে ঋণ কর্মসূচির আওতায় শর্ত বাস্তবায়ন পর্যবেক্ষণে আসা আইএমএফ’র প্রতিনিধিদল।

প্রতিনিধিদলটি ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও জানতে চেয়েছে। এছাড়া লক্ষ্যভিত্তিক খেলাপিঋণ কমানো বিশেষ করে সরকারি মালিকানার ব্যাংকগুলোর খেলাপিঋণ কমিয়ে আনা এবং প্রক্রিয়াধীন থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত আইনগুলোর দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থবিভাগের বাজেট অনুবিভাগের সঙ্গে ভর্তুকি নিয়ে বৈঠক করে মিশনের একটি অংশ, ভর্তুকি কমিয়ে আনেত পেট্রোলিয়াম পণ্যের জন্য একটি পর্যায়ক্রমিক সূত্র-ভিত্তিক মূল্য সমন্বয় ব্যবস্থা গ্রহণ করায় সরকারকে স্বাগত জানায়।

তবে সার্বিক বাজেট ব্যবস্থাপনার উন্নয়নে অন্যান্য খাতে ভর্তুকি কমিয়ে আনার জন্য বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বাড়ানোর সুপারিশ করেছে। এ প্রসঙ্গে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত কৃষিতে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে যাবে সরকার। তবে বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি কমাতে পর্যায়ক্রমে এসবের দাম বাড়ানো হবে।

আইএমএফের ডেভেলপমেন্ট মাইক্রোইকোমিক্স ডিভিশনের প্রধান ক্রিস পাপাগেওর্জিউ–এর নেতৃত্বে প্রতিনিধিদলটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বৈঠক করে এসব পর্যবেক্ষণ তুলে ধরে।

বৈঠকে সরকারের পক্ষে নেতৃত্ব দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারাসহ সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিমসহ জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের এমডিরাও উপস্থিত ছিলেন।

;

রাতের আঁধারে শিক্ষার্থীদের ক্লাস, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৬



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গাজীপুরের কালিয়াকৈরে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজ নামে বেসরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে ক্লাস করাতে গিয়ে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি গোপন রেখে অসুস্থ ওই শিক্ষার্থীদের কালিয়াকৈর সদরের রুমাইসা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাদের পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টান কালিয়াকৈর এলাকার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের একটি ক্লাস কক্ষে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও শিক্ষার্থীদের পরিবার সূত্র জানায়, সারাদেশে তীব্র তাপদাহের কারণে স্কুল কলেজ বন্ধ থাকলেও বৃহস্পতিবার রাতে এইচএসসি পরিক্ষার্থীদের রাতের আঁধারে ক্লাস করানো হচ্ছিল। এসময় তীব্র গরমে ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব মাইক্রোবাসে করে হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাদের চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়।

অন্যদিকে কিছু শিক্ষার্থীর অবস্থা বেশি খারাপ থাকায় তাদের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী সরকারি কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়।

এ বিষয়ে জানতে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের পরিচালক মো. সোহাগ রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি।

তবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের নৈশপ্রহরী নাম প্রকাশ না করে বলেন, ভেতরে ক্লাস চলছিল। কিছুক্ষণ পর গরমে অনেকেই ক্লান্ত হয়ে যায়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

;

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে টুটুল হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর দুই আরোহী মিলন হোসেন (২৫) ও জাব্বারুল (১৭)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের খোরদ কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশে নিহত টুটুলের মরদেহ উদ্ধার করে ও আহত দুজনকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

নিহত টুটুল আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে টাইলস কিনে চুয়াডাঙ্গা শহর থেকে মহেশপুর গ্রামে ফিরছিলেন টুটুলের পিতা ইলিয়াস। পথে ভালাইপুর বাজারের অদূরে টাইলসবাহী গাড়িটি বিকল হয়ে পড়লে ইলিয়াস ছেলে টুটুলকে ফোন দিয়ে ডাকেন। টুটুল মোটরসাইকেলযোগে বাড়ি থেকে মিলন ও জাব্বারুলকে নিয়ে ভালাইপুরের উদ্দেশে বের হন। পথে হাটবোয়ালিয়া সড়কের খোরদ কবরস্থানের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি লাটাহাম্বারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় মিলন হোসেন ও জাব্বারুল নামের দুই যুবক জরুরি বিভাগে আসে। আহতদের মধ্যে মিলনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এবং জাব্বারুলকে ভর্তি রাখা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

;