ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধার

ছবি: বার্তা২৪.কম
গাইবান্ধা সদর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাসিনা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও অন্তত ৫ জন।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাদিয়াখালি ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম রিফাইতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আজ দুপুরে পাঁচজন যাত্রী নিয়ে একটি ভ্যান কালিবাজার অভিমুখে রওনা হয়। ভ্যানটি বাদিয়াখালি ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাসিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। একই সঙ্গে শিশুসহ আরও ৪ যাত্রী ও ভ্যান চালক শাহিন মিয়া গুরুতর আহত হয়।
গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, নিহতের পরিবার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা
হয়েছে। তবে, চালক পলাতক রয়েছে।