শাবি শিক্ষার্থীদের সঙ্গে বসে সমস্যা সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসে সকল সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (২৬ জানুয়ারি) শাবিপ্রবি ইস্যু নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে শিক্ষামন্ত্রী এ প্রেস ব্রিফিং করেন।
শিক্ষার্থীরা অনশন ভাঙায় স্বস্তি প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, অনশন ভাঙানোর জন্য ড. জাফর ইকবালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করবো। আমাদের সন্তানেরা আর অনশন করবে না- এটি আমাদের জন্য স্বস্তির।
গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের। অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। শনিবার সন্ধ্যার দিকে হলের ছাত্রীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। রোববার ছাত্রীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুঁড়ে ভিসিকে মুক্ত করে। এতে অর্ধশত শিক্ষার্থী আহত হন। এরপর থেকে উপাচার্যের পদত্যাগের দাবি উঠে।
শাবিপ্রবির এই আন্দোলন ভিন্ন দিকে চলে যেত পারত বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কয়েকটি দফার আন্দোলন কেন এক দফায় রূপান্তরিত হলো, সেটি খতিয়ে দেখা হবে। একইসঙ্গে আমরা অবশ্যই শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।