বাণিজ্য মেলায় ৪০ কোটি টাকার পণ্য বিক্রি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নানা শঙ্কা কাটিয়ে শেষ হয়েছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব‍্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।

সোমবার (৩১ জানুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না এক্সিবিশন সেন্টারের অডিটরিয়ামে মেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

এএইচএম আহসান জানান, বাণিজ্য মেলায় ১৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ‍্য রফতানির অর্ডার পাওয়া গেছে। পণ‍্য বিক্রি হয়েছে ৪০ কোটি টাকার এবং মোট ভ‍্যাট আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বিশেষ অতিথি ছিলেন বাণিজ‍্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বিজ্ঞাপন

গত ১ জানুয়ারি পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে প্রথমবারের মতো শুরু হয় বাণিজ্য মেলা। মেলায় করোনার কারণে স্টল সংখ‍্যা কমিয়ে ২২৫টি করা হয়। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে বিআরটিসির বাস চালু করা হয়।