বরগুনায় ৪৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

বরগুনার বামনায় মাদক কারবারি নজরুল ইসলামকে ৪৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছেন র‍্যাব।

রাত ১২ টার দিকে এক বিজ্ঞপ্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

শুক্রবার(০৪ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত ৮ টা পযন্ত উপজেলার সদর ইউনিয়ের পূর্বসফিপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা করা হয়। ঔ এলাকার আবুল হাসেম সিকদারের ছেলে মো. নজরুল সিকদারকে।

জানা যায়, উপজেলার বামনা ইউনিয়নের পূর্বসফিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। হাতে নাতে ৪৮ হাজার ইয়াবাসহ নজরুল ইসলাম নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়। এসময় একটি সিমসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ হওয়া ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজার মূল্য অনুমান ১,৪৪,০০,০০০/- (এক কোটি চুয়াল্লিশ লক্ষ) টাকা।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, আসামী দীর্ঘদিন যাবত মাদক কেরা-বেচার সাথে জড়িত। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার বামনা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার নজরুল ঐ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তিনি আরও বলেন আমাদের কাছে যে তথ্য ছিলো তাতে আরও ইয়াবা পাওয়ার কথা ছিলো।