দলাদলি, ধান্দাবাজি, চাঁদাবাজি হতে পারবে না: আইভী
সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভী বলেন, 'আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই অতীতে যেমন এই সিটি কর্পোরেশন ছিল তেমনই থাকবে। সব কিছুর ঊর্ধ্বে উঠে, দলের ঊর্ধ্বে উঠে আমি কাজ করেছি। আমি আমার পরিষদকে আহ্বান জানাবো আমরা মানুষের কল্যাণে কাজ করবো। এখানে কোন ধরণের দলাদলি, ধান্দাবাজি, চাঁদাবাজি কোন কিছু হতে পারবে না। একদম আমি ১৮ বছর যেভাবে কাজ করেছি সেইভাবেই আমি এখানে কাজ করবো। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। নগরবাসী সহযোগিতা করবে।'
টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দায়িত্ব গ্রহণ করে তিনি এসব কথা বলেন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিভিন্ন শ্রেণি,পেশার মানুষের ফুলের শুভেচ্ছা নিয়ে নতুন মেয়াদে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে বসেন।
আইভী বলেন, ‘আশা করি আগামী ৫ বছর আমাদের সহযোগিতা করবেন। যাতে আমরা এই পরিষদ সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী কাজ করতে পারি। নারায়ণগঞ্জ শহর মানুষ অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছেন। আমরা সকলেই পাস করে এসেছি। এই মানে এই নয় যে আপনাদের যারা ভোট দিয়েছে তার জন্য কাজ করবো যারা দেইনি তাদের জন্য করবো না এই রকম যেন না হয়।’
তিনি আরও বলেন, ‘যে সমস্ত কাজগুলি অন দ্য ওয়ে আমরা উদ্বোধন করবো প্রধানমন্ত্রী করবে সে কাজগুলো আমরা তড়িৎ গতিতে করবো। আমাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। নগরবাসীও দোয়া করবেন। যাতে দ্রুত কাজগুলি শেষ করে আপনাদের কাঙ্ক্ষিত যে চাহিদা সেখানে যেন আমরা যেতে পারি।’
তিনি আরও যোগ করেন, ‘মেগা প্রকল্পের মধ্যে কদম রসূল ব্রিজকে প্রাধান্য দিব। জালকুড়িতে আমাদের অয়েস্ট এনার্জি সেটাকে প্রাধান্য দিয়ে আমাদের ৬টি মেগা প্রজেক্ট আছে সেগুলো শেষ করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকি কাজগুলি চলমান থাকবে। আমি যখন ছিলাম না তখন কিন্তু কাজ থেমে থাকেনি। এই কাজগুলো আরও দ্রুত শেষ করার চেষ্টা করবো। নতুন নতুন প্রজেক্ট আমরা হাতে নিব। নির্বাচনের সময় ২৭টি ওয়ার্ডে ঘুরেছি। মানুষের বিভিন্ন ধরনের চাহিদা ছিল সেগুলি করার চেষ্টা করবো দ্রুত।’
সন্ত্রাস-চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অবস্থা অতীতে যে রকম ছিল এখনও সেই রকমই থাকবে। কোন ধরনের আপোষ মনোভাব নিয়ে আমি এখানে আসি নাই। আমি আমার আপোষ করবো জনগণের সাথে কাজের জন্য কিন্তু কোন সন্ত্রাসী চাঁদাবাজির সাথে নয়।’
এই সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি। পরে নতুন কাউন্সিলরদের সাথে মত বিনিময় করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।