বেনাপোলে চার কেজি সোনাসহ আটক ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

বেনাপোলে চার কেজি সোনাসহ আটক ২

বেনাপোলে চার কেজি সোনাসহ আটক ২

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ কেজি ৯'শ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল সীমান্তের পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজার থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

বিজ্ঞাপন

আটকরা হলেন, বেনাপোল বন্দর থানার আলী হোসেনের ছেলে লিটন ও আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান।

২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, বিজিবি গোপন খবরে জানতে পারে বেনাপোল সীমান্ত পথে সোনার একটি চালান ভারতে পাচার হবে। এসময় বিজিবি সীমান্তে টহল জোরদার করে। এক পর্যায়ে দুই যুবক মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে সন্দেহজনক দাঁড় করানো হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ২০টি সোনারবার পাওয়া যায়।

বিজ্ঞাপন

আটক দুই যুবকের বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।