পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বাঘাইড়, ৩৪ হাজারে বিক্রি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মায় এক জেলের জালে ৪০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। বুধবার (১৬ মার্চ) ভোররাতে পদ্মার ডহড়ি গ্রামের অংশে জেলে মো. কামাল মাঝির জালে মাছটি ধরা পড়ে।

কামাল মাঝি বলেন, ‘মধ্যরাতে পদ্মায় মাছ ধরতে জাল ফেলেছিলাম। ভোররাতে দিকে হঠাৎ করে জালে আটকাপড়ে বিশালাকৃতির এ বাঘাইড়টি। কয়েকজন মিলে বহু কষ্টে মাছটি টেনে নৌকায় তুলতে সক্ষম হয়েছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মাছটি বিক্রির জন্য সকাল ৬টার দিকে মাওয়া ঘাটের শ্রী নাদিম মৎস্য আড়তে নিয়ে আসি। মাছটির ওজন হচ্ছে ৪০ কেজির বেশি। আড়তের পাইকারি বিক্রেতা জালাল মৃধা ৩৪ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছেন।’

barta24
পদ্মায় জেলের জালে ধরা পড়া ৪০ কেজির বাঘাইড়। ছবি: বার্তা২৪.কম

পাইকারি বিক্রেতা জালাল মৃধা বলেন, ‘পদ্মায় এখন এমন সাইজের বাঘাইড় মাছ সচরাচর পাওয়া যায় না। দীর্ঘদিন পর বড় মাছ আসায় কিনে নিয়েছি। ৩৪ হাজারে কিনেছি, ৩৬ হাজার হলে বিক্রি করে দেব।’

বিজ্ঞাপন

এদিকে, বিশালাকৃতির এ বাঘাইড় দেখতে নাদিম আড়তে ভিড় করছেন ক্রেতা ও উৎসুক মানুষ। তবে আড়তদাররা বলছেন, এর আগে ঘাটে ৪৯ কেজি ৯০০ গ্রাম ওজনের বাঘাইড়ও বিক্রি হয়েছে। সেই মাছটি ৪১ হাজার টাকায় বিক্রি হয়।

লৌহজং উপজেলা মৎস্য কর্মমর্তা মো. আসাদুজ্জামান আসাদ বলেন, নদীতে পানি কমে যাওয়ায় বড় মাছ জালে ধরা পড়ছে। পদ্মার বিভিন্ন পয়েন্টে পানির গভীরতা থাকলে মাছের আশ্রয়নের ব্যবস্থা হতো।’