পুলিশ প্রধান কর্তৃক নিরীহ নাগরিকদের হয়রানি না করার নির্দেশ থাকা সত্ত্বেও সাভারে মিথ্যা মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে মামলা বাণিজ্যের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে হেফাজত বলছে, এমন অবস্থা চলতে থাকলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ঢাকা জেলা উত্তর হেফাজত ইসলামের নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে হয়রানিমূলক মামলায় গ্রেফতারের অপচেষ্টার প্রতিবাদে উপজেলা প্রশাসন এবং জেলা পুলিশ কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান শেষে এসব কথা বলেন হেফাজত নেতারা।
রবিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা জেলা হেফাজত নেতৃবৃন্দ সাভার উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং হেমায়েতপুর আর্মি ক্যাম্প অধিনায়কের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, সহ-সভাপতি মাওলানা শাহেদ জহিরি, অর্থ সম্পাদক মাওলানা আলী আশরাফ তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মুফতি আমিনুল ইসলাম কাসেমী, প্রচার সম্পাদক মুফতি সুলতান মাহমুদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আকরামের নেতৃত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ এবং শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্প্রতি হেফাজতে ইসলামের ঢাকা জেলা উত্তরের নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে সাভার মডেল থানা এবং আদাবর থানায় দুটি মামলায় আসামি করা হয়।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের নায়েবে আমির, বহু মাদ্রাসা-মসজিদের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাভারের সুপরিচিত হজ ও উমরার সেবাদাতা প্রতিষ্ঠান দি সিটি ট্রাভেলসের ব্যবস্থাপনা অংশীদার হাফেজ মাওলানা নূর মোহাম্মদ-এর মানহানি এবং সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার লক্ষে সাভারের চিহ্নিত একটি মহলের চক্রান্ত ও ইন্ধনে গণমাধ্যমে অসত্য সংবাদ প্রকাশ এবং সেই ভিত্তিহীন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রশাসন কর্তৃক হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে হয়রানি করা হচ্ছে। নতুন বাংলাদেশে আমরা চাই, বাংলাদেশের পুলিশ ন্যায়-ইনসাফ এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
হেফাজত নেতৃবৃন্দ স্মারকলিপির মাধ্যমে সাভারের প্রশাসন এবং পুলিশ বিভাগের কাছে দাবি করেন, মিথ্যা ও চক্রান্তমূলক কোনো অভিযোগে সাভারের আলেম-উলামা, ইসলামি সংগঠন এবং মাদ্রাসা-মসজিদের অভিভাবকতুল্য ব্যক্তি হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে কোনোরকম হয়রানি করা হলে হেফাজতে ইসলাম ও ইসলামি সংগঠনগুলো তা বরদাশত করবে না। আমরা আশা করবো, যাচাই-বাছাই করে ইনসাফের সঙ্গে যথাযথভাবে তদন্তপূর্বক সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা অতীতের মতো সব ধরনের অন্যায়-জুলুম ও আলেমদের নির্যাতনের বিরুদ্ধে যেমন সোচ্চার, তেমনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আইনের যথাযথ প্রয়োগ কামনা করি।