নির্বাচন যেন দুর্বিষহ চিত্র নিয়ে না আসে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচন যেন দুর্বিষহ চিত্র নিয়ে না আসে। ছবি: বার্তা২৪.কম

নির্বাচন যেন দুর্বিষহ চিত্র নিয়ে না আসে। ছবি: বার্তা২৪.কম

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘ভোটের অধিকার সার্বজনীন অধিকার, ভোটের অধিকার মানবাধিকার, বিষয়টি সংবিধানে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। বিগত কয়েকটি নির্বাচনে ভোটের অধিকার সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারিনি। ২০০১ সালের নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে সেটা আমরা দেখতে চাই না। নির্বাচন যেন আর দুর্বিষহ চিত্র না নিয়ে আসে। তাই দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে হবে প্রশাসনকে।’

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে খুলনা সার্কিট হাউসে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় মানবাধিকার কমিশন এই সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথির বক্তৃতায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘নির্বাচন এলেই সংখ্যালঘুরা আতঙ্কে থাকে। বেশ কয়েকজন সংখ্যালঘু আমাকে বলেছে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটিও সাম্প্রদায়িক সহিংসতা ঘটতে দেব না, এটা আমাদের অঙ্গীকার।’

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানসহ নির্বাচন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধিরা।