বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) ও দৈনিক প্রতিদিনের কাগজে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে ৫৮ জনসহ মোট ৮৪ জনকে বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মাওলানা মুহাম্মদ আকরম খা কনফারেন্স রুমে দৈনিক প্রতিদিনের কাগজ ও বনেক’র যৌথ উদ্যোগে আয়োজিত “বনেক মিডিয়া অ্যাওয়ার্ড” ও “প্রতিদিনের কাগজ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড”-২০২৪ এর আয়োজন করা হয়।
দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক এর সঞ্চালনায় ও উপদেষ্টা সম্পাদক আমিরুল ইসলাম আসাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক-প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান, দৈনিক অধিকাররের সম্পাদক ও সোনারগাও ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তাজবীর সজিব, এসএ টিভির উপস্থাপক ও সাবেক বার্তা সম্পাদক রনজক রিজভী,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস এডিটর রাকিবুল হাসান, দৈনিক উপচারের সম্পাদক-প্রকাশক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, চারণ সাংবাদিক-মনোনেশ দাস, এনামুল হক বাবুল, সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।
এসময় ১৩টি ক্যাটগিরিতে মোট ৮৪ জনকে সম্মানিত করা হয়। তাদের মধ্যে বনেক মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ১৪ জন।
রাজবাড়ী থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান।
গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের ২৮ কলোনী এলাকার হৃদয় হোসেনের স্ত্রী মরিয়ম (২৫), কুলসুম আক্তার উর্মি (২৫) ও নিখিল চন্দ্র সূত্রধর (৪৬)।
জানা গেছে, রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ ভবানীপুর গ্রামের মামুনুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হৃদয় হোসেন ও তার স্ত্রী মরিয়মের নাম উল্লেখ করে একটি চুরির অভিযোগ করেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ অক্টোবর পেনাল কোডের ১৮৬০ এর ৩৮১ ধারায় মামলাটি থানায় রেকর্ড হয়। এরপর গত ৪ নভেম্বর বিকেল ৩টার দিকে ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর মসজিদ পাড়া গ্রামের মজিবুর রহমানে ছেলে মোঃ সাইদুর রহমানের ভাড়াবাসা থেকে মরিয়মকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদকালে মরিয়ম সোনার রুলি ও টাকা চুরির কথা স্বীকার করে জানায়, সে এবং তার স্বামী হৃদয় হোসেন একসাথে টাকা ও সোনার রুলি চুরি করে। এরপর সোনার রুলি দুইটি সে ও তার স্বামী হৃদয় হোসেন ও তার সতীন কুলসুম আক্তার উর্মির যোগসাজসে ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড বাজারে নিউ মায়া জুয়েলার্সের মালিক ২নং আসামী নিখিল চন্দ্র সূত্রধরের কাছে বিক্রি করে।
নিউ মায়া জুয়েলার্স মালিক নিখিল চন্দ্র সূত্রধর সোনার রুলি ক্রয়ের সময় রুলি গলিয়ে গলিত স্বর্ণ ওজন করে তাদেরকে দাম বাবদ ১ লাখ ২৪ হাজার টাকা পরিশোধ করে। মরিয়ম বেগমের দেয়া তথ্য মতে সদর থানা পুলিশের আভিযানিক দল গত ৪ নভেম্বর বিকেল ৫টার দিকে ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড বাজারের আলহাজ্ব সুপার মার্কেটের নিউ মায়া জুয়েলার্স থেকে তদন্তে প্রাপ্ত আসামী নিখিল চন্দ্র সূত্রধরকে গ্রেফতার করে।
এসময় তার হেফাজত থেকে ২১ ক্যারেটের এক টুকরা গলিত স্বর্ণ যার ওজন ১০ আনা ও ১৮ ক্যারেটের দুই টুকরো গলিত স্বর্ণ যার ওজন ৮ আনা উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ও পাবনার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে যৌথ অভিযানে দুই লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম জানান, বুধবার (৫ নভেম্বর) দুপুরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে কুষ্টিয়া ও পাবনার উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। দন্ডিতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ঘাট এলাকার জিকু খান (৩২) এবং একই এলাকার শরিফুল ইসলাম (৬০)।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুষ্টিয়ার মিরপুর তালবাড়িয়া ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে আনলোড করার সময় দুই বাল্কহেড মালিককে ১ লাখ টাকা করে, দুই মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
দন্ডিতরা হলেন- মিরপুর তালবাড়িয়া ঘাট এলাকার জিকু খান (৩২) এবং একই এলাকার শরিফুল ইসলাম (৬০)।
কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ও মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম ও পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন যৌথভাবে এ অভিযানের নেতৃত্ব দেন।
মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে পদ্মা নদীর চর-ভবানিপুর, সাঁড়াঘাট, পাকশী ও মিরপুর বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মিরপুর উপজেলার পদ্মা নদীর পয়েন্টের তালবাড়িয়া ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে আনলোড করার সময় মিরপুর তালবাড়িয়া ঘাট এলাকার জিকু খান এবং একই এলাকার শরিফুল ইসলামকে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই বাল্কহেড মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বালু মহলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে কথাও জানান তিনি।
রাজধানী ঢাকায় মধ্যরাতে বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে। রাত ২টা থেকে শুরু হওয়া বজ্রসহ বৃষ্টি শহরজুড়ে রাত ৩টা পর্যন্ত অবিরত ঝরতে থাকে। থেমে থেমে বৃষ্টির সঙ্গে কিছু কিছু এলাকায় শিলাও পড়েছে।
বুধবার (৬ নভেম্বর) বৃষ্টির সঙ্গে বইয়ে যাওয়া ঠাণ্ডা হাওয়া নগরবাসীর শরীর জুড়িয়েছে।
এদিকে, সন্ধ্যা ৭টার পর ঢাকার আকাশ কালো করে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে। ৮টার দিকে টিপটিপ বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন ভ্রাম্যমাণ দোকানি, অফিস ফেরত চাকরিজীবী এবং সড়কের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ ও অন্য কর্মকর্তারা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৮-১২ কিলোমিটার, যা উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। গত ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এরআগে, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে জানানো হয়,আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।